৳ ৩০০ ৳ ২১০
|
৩০% ছাড়
|
Quantity |
|
৯৯০ বা তার বেশি টাকার বই অর্ডারে ডেলিভারি চার্জ ফ্রি। কুপন: FREEDELIVERY
প্রথম অর্ডারে অতিরিক্ত ১০০ টাকা ছাড়; ১০০০+ টাকার বই অর্ডারে। ৫০ টাকা ছাড়; ৫০০+ টাকার বই অর্ডারে। কুপন: FIRSTORDER
১০% নিশ্চিত ছাড় এবং ডেলিভারি একদম ফ্রি !! মাত্র ১০০০ বা তার বেশি টাকার পাঠ্যবই ও অনুশীলনমূলক বই -এর জন্য প্রযোজ্য। কুপন কোড: ACADEMIC ব্যবহার করলেই
একাডেমিক বইয়ে প্রতি ১০০০ টাকার অর্ডারে একটি করে খাতা ফ্রি ও ডেলিভারি ফ্রি। কুপন কোড: KHATA
"খোদা আর কত তুফানে দাঁড়াইলে
আমার নাম হবে হিমালয়
অথচ আমি তো চেয়েছিলাম শিমুলতুলার জীবন।"
সৃষ্টিকর্তার কাছে একটি নরম শিমুলতুলার জীবনের প্রার্থনা দিয়ে শুরু তরুণ কবি জাহিদ হাসান ওয়াসিকের লিখা প্রথম কাব্যগ্রন্থ 'জোছনা মেখো রোদ'
যেই গ্রন্থে লেখক তার শব্দ-ছন্দের বুননে চেষ্টা করেছেন মানুষের জীবন, জীবনসংগ্রাম, কোলাহল, কলরব, নীরবতা, প্রেম, বিরহ, বিপ্লব প্রত্যেকটা অনুভুতির এক অপূর্ব উপাখ্যান রচনা করতে।
তিনি যেমন একটি সহজ জলফড়িংয়ের জীবন প্রার্থনা করেছেন তেমনি আবার লিখেছেন
"ভয় করিনা বুলেট গ্রেনেড, মিছিলেই আমি রবো"
লিখেছেন "ভাঙতে আইলে গড়বো আরো, মারতে আইলে বাঁচবো তত।"
অন্যায়ের বিরুদ্ধে তার আওয়াজে তিনি ক্ষমা রাখেননি কোনোরূপ।
আবার তার 'গোলাপ যার অস্ত্র' কবিতায় উনি কেবল ভালোবাসাকেই তার অস্ত্র হিসেবে বর্ণনা করেছেন। যাবতীয় বিষাদ, ক্ষোভের প্রতিবাদে 'ভালোবেসে' নিতে চেয়েছেন তার প্রতিশোধ।
এছাড়া একজন প্রেমিকের চাতক রূপে প্রেম চেয়ে যাওয়াকেও সুনিপুন কালিতে বর্ণনা করে গেছেন তিনি একের পর এক কবিতায়। লিখেছেন প্রেমিকার প্রত্যাখান কিভাবে তাকে ব্যথিত করে, তোলপাড় করে দেয় তার দুনিয়া।
প্রেমিকাকে ভালোবেসে তার সমস্ত জীবন সেই মানুষের বেণীতে বেঁধে দিতে চেয়েছেন, চেয়েছেন প্রিয়তমার শত বিষাদ চুরি করে নিজে গিলে ফেলতে সেই হেমলক।
তিনি লিখেছেন কিভাবে আলো নিভে গেলে মানুষ একা,কিভাবে কারো দূর্দিনে কেউ থাকেনা পাশে।
তার লিখা থেকে বাদ যায়নি সুদূর ফিলিস্তিনও। দৃঢ় প্রতিজ্ঞা ফুটিয়ে তুলেছেন আল আক্বসা একদিন মাজলুমের হবে। লিখেছেন পিতা মাতার দীর্ঘায়ুর আবেদন। লিখেছেন সুদিনের অভিপ্রায়।
এসকল অনুভূতি ও যাপিত জীবনের সেলাইয়েই বাঁধা হয়েছে ওয়াসিকের "জোছনা মেখো রোদ"।
লেখক তার কল্পনায় জীবন আর তার বিপ্লব,সংগ্রাম কে 'রোদ' আর প্রেমকে 'জোছনা' কল্পনা করে তার প্রথম কাব্যগ্রন্থের নাম রেখেছেন 'জোছনা মেখো রোদ'।
রোদে উত্তপ্ত সকল আত্মাকে আহবান করেছেন প্রেমের কোমল জোছনাডোবা পরশ মাখতে । শিরোনাম কবিতায় লিখেছেন—
"মিছিল মশাল নিভাও খানিক
সামলে রাখো ক্রোধ
প্রেমের দোহাই একটু তুমি
জোছনা মাখো রোদ"
Title | : | জোছনা মেখো রোদ |
Author | : | জাহিদ হাসান ওয়াসিক |
Publisher | : | শব্দকথা প্রকাশন |
ISBN | : | 9789849648055 |
Edition | : | 1st Published, 2025 |
Number of Pages | : | 96 |
Country | : | Bangladesh |
Language | : | Bengali |
জীবনানন্দের কালজয়ী চরিত্র বনলতা সেনের দেশের মানুষ ওয়াসিক। বাংলা দিনপঞ্জি অনুসারে পহেলা বৈশাখের শান্ত সবুজ, পাখি ডাকা এক ভোরে তার জন্ম। পিতা মোঃ আশরাফুজ্জামান পান্না একজন ব্যবসায়ী, মাতা মোছাঃ ঝুমা খাতুন একজন গৃহিনী। দুই ভাই এক বোনের মধ্যে ওয়াসিক সবার বড়। নতুনের ডানায় চড়ে পৃথিবীতে আসায় নিজেকে নতুনের আলোয় মেলে ধরার তাগিদ তার অস্তিত্বের শেকড়েই বাঁধা। শৈশব-কৈশোর খেলার মাঠ আর পাঠ্যবইয়ে কাটলেও লিখালিখির প্রতি ঝোঁক পিছু ছাড়েনি কখনোই তার। বর্তমানে দেশের একটি প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে স্থাপত্য বিষয়ে পড়াশোনা করছেন। কবিতায় তার অনুপ্রেরণা মূলত মানুষ আর মানুষের পার্থিব ও আত্মিক অন্তর্দৃষ্টি। ওয়াসিক তার কবিতায় খুঁজে ফেরেন মানুষের অন্তর্লীন সত্য, জীবনের অনাবিল সৌন্দর্য আর হৃদয়ের গভীরতম আবেগের প্রতিচ্ছবি যা তার পাঠককে নতুন করে যাপিত সময়কে ভাবতে এবং উপলব্ধি করতে প্রেরণা দেয়।
If you found any incorrect information please report us